আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের অজর্নসমূহের সংক্ষিপ্তসার
স্বাধীনতা পরবর্তী আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের (সাধারণ, মাদ্রাসা, কারিগরী, কলেজ) ধারার একমাত্র তদারকী প্রতিষ্ঠান।
স্বাধীনতা পরবর্তী সময়ে যে কোন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদানের অনুমতি, শিক্ষা ব্যবস্থাপনার চট্টগ্রাম অঞ্চলের একমাত্র প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে ভুমিকা রাখা।
শিক্ষক-কর্মচারী নিয়োগ, সরকারী যে কোন সহযোগীতা শিক্ষা প্রতিষ্ঠান স্তরে বিলি বন্টণ, তদারকি, এমপিও প্রদান কার্যক্রম, নিয়ন্ত্রণমূলক বিবিধ কার্যক্রম, পরিদর্শনমূলক কার্যক্রম ইত্যাদি সম্পন্নকরণ।
সাধারণ, মাদ্রাসা ও কারিগরী ধারার বাংলা ও ইংরেজী ভার্সনের বিভিন্ন শ্রেণি ও বিষয়ের পাঠ্যবই এর চাহিদা গ্রহণ ও প্রেরণ, পাঠ্যবই গ্রহণ ও বিতরণ , তদারকি ও সমম্বয়ের কাজ সম্পন্ন করা।
সকল প্রকার তফসিলী বৃত্তি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের হিসাবে প্রেরিত উপবৃত্তি, সংখ্যালঘু উপবৃত্তি সহ সকল প্রকার সরকারি আর্থিক সহযোগীতা সমম্বয় করা।
চট্টগাম অঞ্চলের ৭টি জেলার আওতাধীন সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণি কার্যক্রম পরিদর্শন, পেডাগোজি বিষয়ে পরামর্শ প্রদান, আওতাধীন জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোর কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা নিশ্চিত করা।
চট্টগ্রাম অঞ্চলের সকল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পেনশন নিষ্পত্তিকরণ, ছুটি , শৃঙ্খলা , বদলী ইত্যাদি বিষয়ে সম্পন্ন করা।
চট্টগ্রাম অঞ্চলের সকল জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের ACR লিখন ও কর্মচারীদের পেনশন নিষ্পত্তিকরণ ও বদলী ।
সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের কাজের সমম্বয়ে সহযোগীতা।
শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।
আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস, গালর্স গাইডিং কার্যক্রম বাস্তবায়নে সহযোগীতা।
আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার ১৫ খন্ড মুক্তিযুদ্ধের দলিল সরবরাহ ও সংরক্ষণ।
আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে বঙ্গবন্ধু কর্ণার ও শেখ রাসেল কর্ণার স্থাপনে নির্দেশনা বাস্তবায়ন করা।
সততা স্টোর স্থাপনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও বাস্তবায়নে মনিটরিং করা।
পরিদর্শনের সময় শিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার ও বিদ্যালয় পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার তদারকি, কম্পিউটার ল্যাব ব্যবহার নিশ্চিত করা, বিজ্ঞানাগার এর ব্যবহার নিয়মিত করা, লাইব্রেরীতে প্রয়োজনীয় মুক্তিযুদ্ধ ও জাতির জনকের উপর বই রাখা এবং বয়সপোযোগী বই রাখার পরামর্শ প্রদান করে প্রতিদিন লাইব্রেরী খোলা রাখার পরামর্শ দেওয়া।
প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত, শপথ গ্রহণ, মাদক বিরোধী শপথ গ্রহণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বক্তব্য প্রদান ব্যবস্থা বাস্তবায়নে কাজ করা। সর্বোপরি মানবীয় মূল্যবোধ, অধ্যাবসায়, দেশাত্নবোধ, মুক্তিযুদ্ধ ও জাতির জনক এর উপর বক্তব্য প্রদানের মাধ্যমে বর্তমান কিশোর- কিশোরীদের আচরণে দৃঢ রূপ প্রদানের ব্যবস্থা করা।