Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের অজর্নসমূহের সংক্ষিপ্তসার


  • স্বাধীনতা পরবর্তী আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের (সাধারণ, মাদ্রাসা, কারিগরী, কলেজ)  ধারার একমাত্র তদারকী প্রতিষ্ঠান।
  • স্বাধীনতা পরবর্তী সময়ে যে কোন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদানের অনুমতি, শিক্ষা ব্যবস্থাপনার চট্টগ্রাম অঞ্চলের একমাত্র প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে ভুমিকা রাখা।
  • শিক্ষক-কর্মচারী নিয়োগ, সরকারী যে কোন সহযোগীতা শিক্ষা প্রতিষ্ঠান স্তরে বিলি বন্টণ, তদারকি, এমপিও প্রদান কার্যক্রম, নিয়ন্ত্রণমূলক বিবিধ কার্যক্রম, পরিদর্শনমূলক কার্যক্রম ইত্যাদি সম্পন্নকরণ।
  • সাধারণ, মাদ্রাসা ও কারিগরী ধারার  বাংলা ও ইংরেজী ভার্সনের বিভিন্ন শ্রেণি ও বিষয়ের  পাঠ্যবই এর চাহিদা গ্রহণ ও প্রেরণ, পাঠ্যবই গ্রহণ ও বিতরণ , তদারকি ও সমম্বয়ের কাজ সম্পন্ন করা।
  • সকল প্রকার তফসিলী বৃত্তি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের হিসাবে প্রেরিত উপবৃত্তি, সংখ্যালঘু উপবৃত্তি সহ সকল প্রকার সরকারি আর্থিক সহযোগীতা সমম্বয় করা।
  • চট্টগাম অঞ্চলের ৭টি জেলার আওতাধীন সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণি কার্যক্রম পরিদর্শন, পেডাগোজি বিষয়ে পরামর্শ প্রদান, আওতাধীন জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোর কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা নিশ্চিত করা। 
  • চট্টগ্রাম অঞ্চলের সকল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পেনশন নিষ্পত্তিকরণ, ছুটি , শৃঙ্খলা , বদলী ইত্যাদি বিষয়ে সম্পন্ন করা। 
  • চট্টগ্রাম অঞ্চলের সকল জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের ACR লিখন ও কর্মচারীদের পেনশন নিষ্পত্তিকরণ ও বদলী ।
  • সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের কাজের সমম্বয়ে সহযোগীতা।
  • শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা। 
  • আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস, গালর্স গাইডিং কার্যক্রম বাস্তবায়নে সহযোগীতা।
  • আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার ১৫ খন্ড মুক্তিযুদ্ধের দলিল সরবরাহ ও সংরক্ষণ।
  • আওতাধীন সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে বঙ্গবন্ধু কর্ণার ও শেখ রাসেল কর্ণার স্থাপনে নির্দেশনা বাস্তবায়ন করা। 
  • সততা স্টোর স্থাপনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও বাস্তবায়নে মনিটরিং করা।
  • পরিদর্শনের সময় শিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার ও বিদ্যালয় পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার তদারকি,  কম্পিউটার ল্যাব ব্যবহার নিশ্চিত করা, বিজ্ঞানাগার এর ব্যবহার নিয়মিত করা, লাইব্রেরীতে প্রয়োজনীয় মুক্তিযুদ্ধ ও জাতির জনকের উপর বই রাখা এবং বয়সপোযোগী বই রাখার পরামর্শ প্রদান করে প্রতিদিন লাইব্রেরী খোলা রাখার পরামর্শ দেওয়া।
  • প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত, শপথ গ্রহণ, মাদক বিরোধী শপথ গ্রহণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বক্তব্য প্রদান ব্যবস্থা বাস্তবায়নে কাজ করা। সর্বোপরি মানবীয় মূল্যবোধ, অধ্যাবসায়, দেশাত্নবোধ, মুক্তিযুদ্ধ ও জাতির জনক এর উপর বক্তব্য প্রদানের মাধ্যমে বর্তমান কিশোর- কিশোরীদের আচরণে দৃঢ রূপ প্রদানের ব্যবস্থা করা।